অধ্যক্ষ(Speaker)

  • ভারতীয় সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার সাংবিধানিক ও আলংকারিক প্রধান হলেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার।
  • লোকসভার প্রথম অধিবেশনের প্রথম ভাগে লোকসভার সদস্যদের মধ্য থেকেই একজন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারাই। নির্বাচনের তারিখ স্থির করেন রাষ্ট্রপতি।
  • লোকসভার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অধ্যক্ষ তাঁর পদে অসিন থাকেন এবং তিনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন নিরপেক্ষভাবে কার্য পরিচালনা করেন। লোকসভা ভেঙে গেলেও নতুন গঠিত লোকসভার অধিবেশন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। অর্থাৎ লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ সাধারনভাবে ৫ বছর।
  • লোকসভায় ভোট প্রদান করার ক্ষমতা নেই। তবে যদি কোন প্রস্তাবের স্বপক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে তাহলে নির্ণায়ক ভোট (Casting Vote)দেওয়ার ক্ষমতা রয়েছে।
  • মর্যাদার নিরিখে লোকসভার স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য।
  • ভারতীয় সংবিধানের ১১৮(৪) নং ধারা অনুযায়ী লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার।
  • কোন বিল অর্থ বিল কিন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে লোকসভার স্পিকারের।
  • বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান নিয়োগ করেন।
  • কাট মোশন, নো কনফিডেন্স মোশন উত্থাপিত হতে পারে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করেন স্পিকার।
  • বিসনেস অ্যাডভাইসরি কমিটি, রুলস কমিটি এবং জেনারেল পারপাস কমিটির চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেন স্পিকার।
  • দলত্যাগ বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনও সাংসদের সদস্যপদ থাকবে না বাতিল হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে লোকসভার স্পিকারের।
  • লোকসভার স্পিকার স্বপদে কর্মরত থাকার সময় স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং সেক্ষেত্রে পদত্যাগ পত্র প্রেরণ করতে হবে ডেপুটি স্পিকারের কাছে।
  • লোকসভায় প্রস্তাব এনে স্পিকারের অপসারণ ঘটানো যায়। এরূপ প্রস্তাব আনার ১৪ দিন পূর্বে বিজ্ঞপ্তি জারি করতে হয়। এই ১৪ দিন তিনি লোকসভায় উপস্থিত থাকলেও সভাপতিত্ব করতে পারেন না।
  • পদচ্যুতির প্রস্তাব লোকসভায় পাস হওয়ার পরেও যতদিন না পরবর্তী স্পিকার কার্যভার গ্রহণ করছেন, পদচ্যুত স্পিকার কার্যনির্বাহী স্পিকার হিসাবে কর্মরত থাকেন।

প্রোটেম অধ্যক্ষ(Protem Speaker)

  • সাধারণ নির্বাচনের শেষে গঠিত নতুন লোকসভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি প্রোটেম অধ্যক্ষ নিয়োগ করেন।
  • সংসদের সদস্য হিসাবে সর্বাধিক অভিজ্ঞ ব্যক্তিকেই এই পদে নিয়োগ করা হয়( Seniority in terms of experience as an M.P.)।
  • স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত হয়ে কার্যভার গ্রহণ করলে প্রোটেম অধ্যক্ষের দায়িত্ব শেষ হয়।

ডেপুটি স্পিকার(Deputy Speaker)

  • লোকসভার সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন।
  • স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার কার্য পরিচালনা করেন।